জীবনের লগ্নে কতদিন কেঁটেছে যত্নে
সেই জীবনে হঠাৎ করে পড়ন্ত ক্ষণে
সুখ নামের পাখিটা লোভের মাতমটা
এতটাই রুপ যৌবনে খোলা মেলায়
চোখের সামনে দিয়েছিলে রেখে
লোভ সামলানো দায় হয়ে
ভালবাসা জন্ম নিলো মনের গভীরে,
সেই গভীর থেকে গভীরে
পাল্টে দিলো জীবনটাকে,
তছনছ হয়ে গেলো সেই
জীবনের লগ্ন কেটেছে যা যত্ন
আমি  নেই এখন আমার কাছে,
ভেঙ্গে চূড়ে ক্ষান্ত হয়েছে মন
উথলা হয়েছে যৌবন,দেখিয়া রুপের মাতম
সান্নিদ্ধ পেতে চায় স্পর্শ জঠরে
চাল-চলন-বলন-উলন,মাথা করেছে নষ্ট
বিধাতার কি সৃষ্টি, ফেরানো দায় দৃষ্টি
দিনের আলোয় সূর্য না হলেও যেন চলবে
রাতের আলোয় চাদ না হলেও যেন চলবে ,
তার প্রেমে মন এতটাই পাগল পাড়া
আসলে প্রেমে যে পড়ে, প্রেম যে করে
সেই যানে সেই বুঝে,অন্যে তা হিংসেয় মরে ।
. ' .   আমার চোখ মন, তোমার চােখ মনে লাগিয়ে দেখো
ভাললাগা কি? প্রেম কি? ভালবাসা কি ?
সর্বদা খুঁজে  পাবে উত্তর ক্ষণে ।