মানুষ দূর থেকে দূর পাড়ি জমায়
সংসার বিলাস ছেড়ে
সংসার ও সংসারের মানুষগুলোকে
একটু ভালো,একটু স্বাচ্ছন্দ্য
একটু সুখ ও এক চিলতে
নীড়ের বুনট আপন স্বপ্নে
বাস্তবায়ীত লক্ষ্যে,নিজের কষ্ট
লাঘব,পেরেছি পেরেছি
সকলের ভালোবাসায় রঞ্জিত
শ্রেষ্ট ফুলগুলো হার মেনে যায়
সংসার সুখের কাছে ।
এগুলো আমার কাল্পনিক হয়তো,
কিছু কিছু মানুষগুলো ভাবে না
সংসারের মায়া আদর করে টানে না
ফেলে আসা দিনগুলো সাঁতরায় না
আদর করে বুকে টানে না ,
কি কষ্টময় দিনগুলোর ভিতর দিয়ে
সংসারের মানুষগুলো দিন কাঁটায়
পরবাসে যাওয়ার আগ মুহূর্ত সময়
খরচের টাকা কত কষ্টে জোগাড় করে
ভালো থাকার স্বপ্ন পূরণে
অথচ যে সংসারের ঘানিটানে
সে জানে আর জানি,
সংসার গাধার বাহন হয়ে পথ চলি
ওজন সইতে পারি আর না পারি
কিছুই আসে যায় না চলবেই মানব গাড়ি
আমি নই সে জানে,
কর্মের ক্ষেত্রে নিজ দেশ ছেরে
পরবাসী নিজে এবং পরিবারকে
ভালো রাখার প্রয়াসে ।