আমিতো মাঝে মাঝে দিন দুনিয়াই ভুলে যাই
ভুলে যাই সুন্দর নামে কিছু আছে
তোমাকে যখন ঠিক মনে পরে ।
আমিতো চলার পথে কাঁচা পাকা রাস্তাই ভুলে যাই
ভুলে যাই ঠিকানার ও গন্তব‌্য আছে
তোমাকে যখন একান্তই শুধু মনে পরে ।
আমিতো আকাশের বুকে নীলই ভুলে যাই
ভুলে যাই সূর্য আর চাদ বলে কিছু আছে
তোমার স্মৃতির কড়িডোর যখন কড়া নারে ।
আমিতো সাগর নদীর জলই ভুলে যাই
ভুলে যাই ঢেউর ও গতি আছে
তোমাকে যখন নিরবে নিবৃত্তে মনে পরে ।
আমিতো ফুলের অপূর্ব দৃশ্যতাই ভুলে যাই
ভুলে যাই ফুলের কান্ড কলি ও আছে
তোমাকে যখন আদর করতে মনে পরে ।
আমিতো মাটির স্পর্শ কাতর গুণই ভুলে যাই
ভুলে যাই এখানে বাস ভিন্নতা গাছপালার ও জন্ম আছে
তোমাকে যখন ভালোবাসতে মনে পরে ।
আমিতো ভবিষ্যতের ভাবনার অন্তরাই ভুলে যাই
ভুলে যাই অদৃষ্ট বলে ও কিছু আছে
তোমাকে যখন আপন করিতে মনে পরে ।
আমিতো সুখ আনন্দ হাসিই ভুলে যাই
ভুলে যাই দুঃখ বেদনা ও কিছু আছে
তোমাকে যখন ঠিক তোমাকেই যখন মনে পরে ।