আমি এই করবো সেই করবো
নির্বাচনে জয়ী হলে ।
নির্বাচনে জয়ী আমি
আমিইতো আমি আমি,
পেয়েছি সোনার হরিণ
আমারইতো এখন সু-দিন ।
তার আগে কত ভুলি
ফরমানিলযুক্ত প্রতিশ্রুতি
তাতে মেশানো নির্মল,সুন্দর
নেই মনে ক্রোন্দল
মেখে আছি চন্দন ।
কথার ফরমূলায় প্ররিস্ফুটিত পদ্ম্যে ন্যায়,
(সাদু আমি অসাদু নই),
এমন প্রতিশ্রুতির কৌশল দেখেছি কত ?
দেখেছি অবিরত কুয়াশাচ্ছন্ন  ।
স্বপ্নে বাঁধা বুক কবে যাবে দুখ
সত্যি হবে আশা মন ভরা ভালবাসা
রঙ্গীন হবে দেশ আমরা রবো বেশ ।


(নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে)