কে বলেছে তোকে ভালবাসতে
হাত বাড়িয়ে হাত রাখতে ।
কে বলেছে পথে নামতে
ধূলো বালি কাঁদা মাখতে ।
কে বলেছে খোলা আকাশে চাইতে
মেঘের কোলে রোদ হাসে দেখতে ।
কে বলেছে মায়ের আঁচল ছাড়তে
আলো বাতাসে শরীর জুড়াইতে ।
কে বলেছে আমায় দেখানোর জন্য
শাড়ী চুড়ি আলতা পায়ে
সাজ সজ্জায় সাজতে ।
কে বলেছে পাপড়ি ঠোঁটে গোলাপী রং মাখতে
বিকেলের গৌধূলী কপাল জুড়ে রাখতে ।
কে বলেছে যৌবনরুপী বহুরুপী দেখাতে
রুপের পাগল বানাতে ।
থাকতি তুই বাবার ঘরে
ঘুম পারিতি মায়ের তরে ।
লোকের মুখে নান কথা
শুনতি না হয় ভীশম পীড়া ।
কি আসিত যাইতো তাতে
একলা একলা ঘুমরে কেঁদে ।