গভীর রাতের স্তব্ধতায়
জোসনা ভরা ক্ষণ,
হরেক তারার কোলাহলে
ব্যাকুল আমার মন।


হালকা শীতের কুয়াশাতে
প্রাণ জুড়িয়ে যায়,
সবুজ-শ্যামল প্রকৃতি মাঝে
হৃদয়ে দোল খায়।


খোলা জানালায় উঁকি দিয়ে
চাঁদকে দেখার বায়না,
আকাশের ওই মেঘ সরিয়ে
যেতে চায় মন অজানা।


সকাল বেলায় মিষ্টি মধুর
নানান পাখির ডাকে,
ঘুম ভেঙে যায় কিচিরমিচির
শব্দ ঝাঁকে ঝাঁকে।


রোদেলা আলোর ঝিলিমিলি আর
পানকৌড়ির খেলা,
জলখেলাতে সারাটা দিন
ভাসাই সুখের ভেলা ।।