যতদূর যাচ্ছিলাম সঙ্গ দিয়ে যাচ্ছিলো,
চাঁদনি রাতে আজ ইচ্ছেমতো হেঁটেছি মেঠোপথ ধরে।
আমি একা নই, সুকান্তের ঝলসানো রুটি আছে!
আবার মুগ্ধ করা জোছনা তারায়,
লুকোচুরি খেলার কেউ নেই!
চাঁদের আলো জানতে চেয়েছে -
আমার চেয়ে সুন্দর কেউ আছে?
আমি তোমার কথা বলেছি।
বহুদূর অজানায় এক রাজকন্যার কথা ।।