ছন্দের অন্তমিল শব্দের গাঁথুনি
ভেতরের অনুভূতি সাজিয়ে
অব্যক্ত কাব্য না বলা কথা,
জন্ম নেয় যে বাক্য সেটাই কবিতা।


ভাবনা, প্রতিবাদ, প্রকৃতি, দেশপ্রেম
অধিকার, ভাষা, স্বাধীনতা,
কলমের আঁচড়ে ফুটে উঠে
পুঙ্খানুপুঙ্খ রূপে সবি তা।


মনস্তাত্ত্বিক সুস্থ মননে
মানবতার কল্যাণ চিন্তা,
অপরের তরে নিজেকে বিলিয়ে
মনের আনন্দে লেখাই স্বার্থকতা।


ভালোবাসা জাগে হৃদয় গভীরে
কোলাহল ছেড়ে খুঁজি নিরবতা,
হারিয়ে গিয়ে প্রেম দুনিয়ায়
প্রিয় মানুষকে নিয়ে গল্প গাঁথা।


জীবন জড়িয়ে তোমাতে মিশে
অন্যের হয়ে যখন দাও ব্যাথা,
বাঁচার সম্বল খুঁজে ফিরি তখন
ছন্দেই ব্যক্ত করি কষ্টের বাস্তবতা ।।