অদেখা এক রাজকন্যা ছিল ঘোমটার ভেতর,
অবয়বটা দেখতে না পাওয়ার ভালোলাগা।
কণ্ঠ শুনে অভিভূত হয়েছি ঠিক,
রাজকন্যার গুন দেখে মুগ্ধ হয়েছি অজান্তে!
কথা বলেই যাচ্ছে সবাই। কি বলছে?
সেদিকে লক্ষ্য নেই আমার।
আবরণ ছেদ করে যদি দুচোখ বেড়িয়ে আসতো?
প্রহর গুনে আমি ক্লান্ত, বেলা শেষে ব্যর্থ।
সন্ধ্যা থেকে পরেরদিন সকাল অবধি এপাশ-ওপাশ, নির্ঘুম কাটিয়ে দিয়েছি লম্বা একটা তারাভরা রজনী।
আর একটা সুযোগের অপেক্ষায়,
এলো অবশেষে মাহেন্দ্রক্ষণ।
কয়েকজনের আলাপচারিতার মাঝখানে পরী নেমে এলো আসমান থেকে,
স্বর্গীয় চাহনিতে হাসির রেখাপাত
অদ্ভুত মন বিনিময় ।।