অদ্ভুত জীবনের সাথে
বারবার হেরে যাই,
সাগরের গভীরতার
কুল-কিনারা খুঁজেও না পাই।


ভিতরে বাইরে শুধুই
একাকিত্বের প্রতিধ্বনি,
স্বেচ্ছা নির্বাসনে যাবো এবার
দীর্ঘকায় গাছগুলো মাঝে
কুলহারা নিঃসঙ্গ কলঙ্কিনী!


গভীর শুন্যতার ছাপ
ব্যাথা ভরা দুচোখ জুড়ে,
নিস্তব্ধতার অন্ধকার নিশি
কয়লা হয়ে হৃদয় পুড়ে।


সেকেলের পুরোনো ঝড় নেই,
ফোঁটা গুলোকে ভীষণ মনে পরে!
আকাশে লুকোচুরি খেলছে
শত, সহস্র তারকারাজি -
উঁকি দেয় আমার অগোচরে।


দুঃখ আমার নিকটাত্মীয়
পাশের ঘরে থাকতে চায়,
দূরত্ব বাড়ুক সুখের সাথে
মন জুড়ে এ অভিপ্রায়!


মুক্তি না পাওয়ার হাহাকার
থাকুক এভাবে চিরদিন,
আবছায়া হয়ে কষ্টগুলো
চলুক সময়ের সাথে সীমাহীন ।।