উত্তাপ নেই শ্রাবণের
ছলছল ফোঁটার তীব্রতা উড়ে গেছে,
টিনের চালে বৃষ্টির প্রতিধ্বনি হারিয়েছে বহু আগে
ঠাণ্ডা মাঝে আষাঢ়ের দগ্ধতা কাল্পনিক গল্প মাত্র। পূর্ণিমারাতে চাঁদ ঠিক আগের মতো উজ্জ্বল,
আলো আঁধারের মাঝে দুপাশে কাশফুলের দুলোনিতে একা হেঁটে যাওয়ার সময় নীরবতা খুঁজি।
একটু বিশ্রাম, প্রশান্ত, অনুভবে মাতাল হাওয়া
কিছু সময় অবকাশ যাপনে হোক আমার পুনর্জন্ম ।।