কেউ বোঝেনা স্বাধীনতা স্বাধীন কারে কয়!
স্বাধীন মানে আপন দেশে কেউ পরাধীন নয়
স্বাধীনতা কাকে বলে চলো একটু বুঝি
নতুন করে আজকে সবাই স্বাধীনতা খুঁজি।


নৌকাটির ঐ স্বাধীনতা শুধুই নদীর জলে
সে যদি আজ রাস্তা দিয়ে চলার কথা বলে!
চলবে কি সে রাস্তা দিয়ে বৈঠা যতই মারো?
এখানে সে নয়তো স্বাধীন, তাকে জলেই ছাড়ো।


তারপর আসো একটু করে গাড়ির কথা বলি
গাড়ি যদি বলে আজি 'নদীর মাঝে চলি'
কি হবে ভাই সেই সে গাড়ির? তুমিই বলো দেখি!
কোথায় গেলো শক্ত গাড়ির স্বাধীনতা? সেকি!


নৌকা শুধুই নদীর জলে স্বাধীনতা পায়
গাড়ি স্বাধীন রাস্তায়, তাই নদীতে না যায়
জানে তারা আপন জায়গা ছেড়ে গেলে তবে
স্বাধীনতা দূরের কথা শুধুই মরতে হবে।


এবার বলি আসল কথা, কোথায় স্বাধীন নারী
নারী চির স্বাধীন হলো রাস্তাতে নয়, বাড়ী।
রাস্তা-ঘাটে-হাটে-মাঠে নারী স্বাধীন নয়
ওসব জায়গায় নারীর জন্য আছে মরণ ভয়।


ভালো করে বুঝতে হবে স্বাধীন বলে কাকে
সেইতো স্বাধীন, নিজ স্থানে নির্ভয়ে যে থাকে
নারী স্বাধীন ঘরের মাঝে নারী সেথায় রবে
স্বাধীন ভাবে বাইরে গেলে নষ্ট হতে হবে।