কলম হাতে বসে আছি অন্ধকারের মাঝে
ঝরছে বাদল বাজছে মাদল কিছুই থামছে না যে
ভাবছি তুমি আসতে যদি আজ এ বাদল রাতে
সারাটি রাত জাগতে তুমি থাকতে আমার সাথে
আমার ঘাড়ে মাথা রেখে আমার হাতটি ধরে
মৃদু স্বরে বলতে "কবি নাওনা আপন করে।"


নিতাম আমি আপন করে দিতাম ছুঁয়ে মাতা
শিহরণে উঠতে কেঁপে বলতে প্রলাপ যা-তা
অধরখানি একটু যখন তোমার ছোঁয়া পেতো
বাদল রাতের আকাশ যেন হঠাৎ থমকে যেতো
থামতো বাদল থামতো মাদল উঠতো খুশি ভবে
ঘুমন্ত এই নীরব ভুমি জাগতো কলরবে।


লাজ রাঙা মুখ করে তুমি ওড়নাখানি দিয়ে
চন্দ্রমুখটি করতে আড়াল মেঘের ভেতর নিয়ে
কালো মেঘের ফাক দিয়ে ফের আসতো ক্ষণিক আলো
খুব বেশি নয় তাতেই যেন লাগতো অনেক ভালো
পলক বিহীন দেখতাম আমি বেঁধে নিতাম ফ্রেমে
নতুন করে পড়তাম আমি আবার তোমার প্রেমে।