মাথায় পাগড়ি দরবেশ বেশে কে তুমি ভাই ওরে
কারে খুঁজো আজ যাচ্ছো কোথায় এইযে এত্তো ভোরে
পাবেনা পাবেনা ভালো মানুষ আজ পাবেনা কোথাও তুমি
মরেছে সবে, চোর বাটপারে ভরে আছে এই ভুমি
বদলে গেছে সত্য আজি উল্টে গেছে পাতা
চেয়ে দেখো আজ গুন্ডাগুলোই এই সমাজের মাথা।  


দেখো দেখো আজো মরছে মানুষ সাগরের জলে ভেসে
ক্ষুধাতুর শিশু বারে বারে কাঁদে মায়ের দুয়ারে এসে
ক্ষুধার জ্বালায় প্রাণ যায় যায় কিছুই তো নাই ঘরে
টাকা নেই হাতে এ নীরব রাতে সন্তান কেঁদে মরে
কি করবে সেই নারী
কুকুরের মুখ থেকে সেই আজ খাদ্য নিবে যে কাড়ি
কই কই তুমি কই
দুঃখ কেমনে সই
গরীবী মুখের খাদ্য কেড়ে কারা এ সমাজ গুরু
এসেছে কবি তাদের ধ্বংস অচিরেই হবে শুরু।


দেখো দেখো আজ একটু দেখো ও বস্তির পানে চেয়ে
ঐ দেখো সেথা ক্ষুধার জালায় কাঁদছে অবুঝ মেয়ে
তারপরও দেখো নেতা নামের ভণ্ডরা আজো বলে
ক্ষুধার্ত আজ নাই নাকি দেশে শান্তিতে দেশ চলে
জেগে ওঠো আজ তুমি
হাতের তাছবীহ চুমি
তাছবীহ ফালাও তলোয়ার নাও ভন্ডগুলারে মারো
অভিশাপ জমা নাই নাই ক্ষমা অসিটা চালাও আরো।


বান্দা তুমি কান্দাহার আর দিল্লির কথা বলো
আমি বলি আজ সব বাদ দিয়ে সত্যের পথে চলো
হও হও আগুয়ান
বিলিয়ে দাও এই প্রাণ
গাওরে আজি দরাজ কণ্ঠে মানবের জয়গান
গাও সত্যের জয়গান।