আদম ও হাওয়া আসলো প্রথম এই পৃথিবীর মাঝে
পুরুষের সাথে নারীকেও প্রভু পাঠালেন সব কাজে
নর-নারী মিলে সাজালো ভুবন অনেক রঙিন করে
তবু কেন দেখি আজো নারী জাতী একলাই কেঁদে মরে।


কাঁদেনা পুরুষ হেসে যায় তারা নারীর দুঃখ দেখে
লেখক-কবিরা সার্থের তরে সত্যটা নাহি লেখে
কলমে তাদের মরিচা ধরেছে ক্ষমতাসীনের ভয়ে
প্রেম-প্রকৃতি লেখতে লেখতে যাচ্ছে কলম ক্ষয়ে।


নারীর পক্ষে বলবে কে আজ? কই সেই নেতা কই
এ যুগের সব নেতাদের দেখে বিস্ময়ে চেয়ে রই
কোথায় গেলে আমজনতা একটু দুচোখ মেলো
নেতারাই দেখো ধর্ষক সব নীতিটা কোথায় গেলো!


দেখো বহু নেতা মঞ্চে উঠে সমঅধিকার বলে
সেই সে নেতাই নারী দেহ নিয়ে খেলে যায় তলে তলে
সমঅধিকার শ্লোগান দিয়ে রাস্তায় আনে নারী
তারপর তারা সুযোগ বুঝেই খুলে মা-বোনের শাড়ি।


ধর্ষিত মেয়ের বিবস্ত্র লাশ রাস্তায় পড়ে থাকে!
বুঝিনা কিছুই কার কাছে যাবো বিচারটা দেবো কাকে?
দেখেতো সবাই তবুওতো কেউ ভয়েতে বলেনা কিছু
মৃত্যুর ভয়ে কাপুরুষ জাতি করে থাকে মাথা নিচু।


এভাবে হবেনা জাগতে হবে তুলতে ভুবনে রবি
জাগছি আমি একলাই আজ কলম যোদ্ধা-কবি
মৃত্যুকে আজ দাফন করেছি হয়েছি সর্বনাশী
নারীর পক্ষে বলবো তাতে হোক যদি হয় ফাঁসি।


হিন্দু-বৌদ্ধ-মুসলিম আর খ্রিস্টান হোক যেই
ধর্ষক কোন ধর্মের নয়, জন্মেরও ঠিক নেই
আসল কথাই বলবো আজি নাই কোন আর ভয়
ধর্ষক সেতো জানোয়ার, তার নাই নাই পরিচয়।


তুলবো আজি বিশ্ব জুড়ে মহা প্রতিবাদী ঢেউ
ক্ষমতাসীন যেই হোক আজ ছাড় পাবেনাতো কেউ
কান পেতে শোনো দেশের গর্ব হে দেশ-সরকার
আজ নারীদের সম্মান চাই নয় সমঅধিকার্।


নারী জাতির আজ সম্মান চাই, চাইনাকো বাড়াবাড়ি
বধু-মাতা-আর কন্যা ও প্রিয় বোন হয় এই নারী
সমাজের যতো আসল মানুষ যদি জেগে ওঠে সবে
অন্ধকারের যুগ শেষ হয়ে আলোকের যুগ হবে।