তখন দুপুর বেলা
আমার ছোট্ট ধরায় তখন কবি-গুরুর মেলা
মুগ্ধ আমি কেমন যেন! কাব্য পড়ার সুরে
নূপুর বাজার শব্দে হঠাৎ নয়ন গেলো দূরে
একটু চেয়ে দেখলাম আমি অনেকগুলো পরী
লাল শাড়িতে আসলো যেন একদল অপ্সরী।


যদিও বা কারো সাথে নাইকো লেনাদেনা
এক পরী কে হঠাৎ কেমন লাগলো চেনা চেনা
একটু চেয়েই পড়লাম আমি সেই পরীটার প্রেমে
তখন থেকেই তাকে গেঁথে নিলাম হৃদয় ফ্রেমে
তার সে রুপের রংগুলো সব মনের মাঝে মেখে
অনেক সময় কাটিয়ে দিলাম তাকেই দেখে দেখে।


নূপুর পায়ে লাল শাড়িতে কে গো তুমি এলে!
এক হাসিতে দিলে মনে প্রীতির অনল জ্বেলে
এক চাহনি দিয়েই আমার হৃদয় নিলে কেড়ে
আমিতো আজ তোমার কাছে, আপন জগৎ ছেড়ে
ভাবছি যদি সত্যি তুমি হতে আমার প্রিয়ে
অনেক ভালবাসতাম আমি মন ও প্রানটা দিয়ে।