সামনে থেকে দৃষ্টি এবার পেছন দিকে ফেরা
দেখরে চেয়ে দেশটা আমার শত্রু' হাতে ঘেরা
করবি কি আর বলছি কথা কর্ণ পেতে শোন
ডাকছি আমি জাগরে তোরা জাগরে প্রতিজন
যেইখানে আজ দেখবি কোন শত্রু পথের বাঁক
সেই পথেরই মাঝে তোরা কড়া নজর রাখ
প্রয়োজনে দেশের তরে প্রাণটা দিবি দিয়ে
ওঠরে জেগে সবাই তোরা হাবিয়া দোজখ নিয়ে।


কেউ যদি দেশ-পতাকার দিকে চোখ রাঙিয়ে চায়
ডাকবো আবার নয়াজামানার মুক্তি সেনা আয়
চোখ তুলে দে যেই শকুনে চোখটি রাঙায় তার
শোক তুলে নে বাংলাদেশের, চাইনা বেশি আর
দেশের মানুষ থাকবে স্বাধীন হাসবে আবার হাসি
বলবে 'সোনার বাংলা আমি তোমায় ভালবাসি'।


আর যদি না হয়রে এমন স্বাধীন নাহি পাই
তাহলে আজ বজ্রকণ্ঠে সত্য বলে যাই
অগ্নি হয়ে উঠবো রুশে জ্বালিয়ে দিতে ধরা
লিখবো আবার ছিড়বো আমার হাতবাঁধা হাতকড়া
দ্রোহের আগুন জ্বালিয়ে দেবো অন্দরে বন্দরে
পারবিনারে রাখতে আমায় কারায় বন্দী করে
দেখবে তখন কেমন করে আমার কলম চলে
আজরাইলের সামনে কেমন সত্য কথা বলে।


জানি আমি হয়তো তখন ফাঁসির মঞ্চে যাবো
না হয় আবার ফালতু কেসে যাবৎজীবন পাবো
ভয় করিনা এসব কিছু ভয় দিয়েছি ফেলে
দেশের তরে বলবো কথা দ্রোহের অনল জ্বেলে
হোকনা তাতে মৃত্যু আমার হোক যদি হয় ফাঁসি
ফাঁসির মঞ্চে গিয়েও বলবো দেশকে ভালোবাসি
হাসতে হাসতে মরণ আতর নেবো গায়ে মেখে
দেশ-জাতিকে জাগিয়ে দেবো ফাঁসির মঞ্চ থেকে।


"দেশপ্রমীরা ওঠরে জেগে আবার বিজয় আন
ছাড় পাবেনা হোকনা সে যেই ভারত-পাকিস্তান
কেউ যদি এই দেশের দিকে হাতটি বাড়ায় তবে
উঠবি সবাই জেগে আবার মুক্তিযুদ্ধ হবে।"