অপ্সরী কি করো?
লাল শাড়ি কি পড়ো?
লাল চুড়িতে লাল টিপেতে এখনো কি সাজো?
নূপুর পায়ে মুগ্ধ সে নাচ দেখাও নাকি আজো?


কাঁপে হৃদয় ভুমি
জানো নাতো তুমি
এই হৃদয়ে আর কেহ নেই তুমি আছো রাণী
আজকের এই কাব্যকথা শোনো একটুখানি।


এই যে রাতের শেষে
আমার কাছে এসে
হাসতে যদি সেই যে তোমার হৃদয় কাড়া হাসি
বলতে যদি একটু করে 'তোমায় ভালোবাসি।'


লাগতোনা আর কিছু
নিতাম তোমার পিছু
চলার পথে সঙ্গী হয়ে দিতাম ছুঁয়ে মন
তোমার দুটি হাত ধরে ফের ঘুরতাম অনেক্ষণ।


ভালোবাসা দিয়ে
খুবই কাছে নিয়ে
বাহুডোরে বেঁধে নিতাম অধিক ভালোবেসে
কতো ভালোবাসতে পারি, দেখোনা আজ এসে।