এক সন্ধ্যা বেলায় একাকি
পড়ন্ত রোদের তেজহীন তাপের স্নানে,
উত্তরে দু'চোখ মেলি;
জীবন নামক কষ্টের পৃথিবীতে
অলীক দালান-খিলান বুনি।
তখন আমি চিন্তার বারিধারায়;
এলিয়ে-বেলিয়ে কূলহীন।
এক খন্ড কাঠ-খুড়ের আশায়;
মাথার চুল ধরে খামচি-খামচায়।
কখনো ঠুঙ্গা ঝড়ে,
পাহাড়ি দুরন্ত বন্যা নোয়ায়ে শঙ্কিত
আমার অলীক দালান-খিলান।