কোন এক নিঝুম শেষ রাতে
স্বপ্নে ভিবোর হয়েছিলাম আমি।
নীল সাদা মাটিতে পায়ে পায়ে
ঝুম ঝুম শব্দে হেটে যায় কে?.
দেখার চেষ্টা করলাম।
জীবনান্দ দাসের ভাষায়-
"চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা "
সানসিল্ক সেম্পুতে পরিষ্কার করা কুন্তলগুলো ঊড়াঊড়ি করছে।
আচ্ছা! তীরধনুকের মতন সোঁজা হেটে যাওয়া-
ঐ স্বপ্ন পরীটির খোপায় বেনী নেই কেন?.
আচ্ছা! রবিনহুড়ের মতন দ্রুতগামী-
ঐ স্বপ্ন পরীটির কুন্তলগুলো
মেড়োনার মত সাদা-পাপড়ি রাঙ্গা নয় কেন?.
একটু ফিরে তাকাও আমার দিকে
কোন রাজ্যে যাচ্ছ তুমি?.
আচ্ছা! আজ কি কোনো রাজপুত্রের সঙ্গে তোমার বিয়ে?.
একটু ফিরে তাকাও আমার দিকে
এইতো আমি তোমার পিছনে।