১ম শ্রেনির কোরবানি:(পুঁজিপতি)
খামু অার খামু
কোরবানির গোশত।
তাই আজ কিনমু এক
বৈজ্ঞানিক দৈত্য।
জমা রাখমু অার রাখমু
পেকেটে ভরে শক্ত।
নয় মাস নয় বার মাস
গো থাকবে সুপ্ত।


২য় শ্রেণির কোরবানি:(পেটুক)
ছোট গো হবে না
ঘরের লোক সংখ্যা বেশি।
মায়্যার হরুত দেয়ান লাইগবো
সেরেফ এক্কান পেশী।
চোট দেখে,রান দেখে কিনবে
বিশাল এক্কান তেজী।


৩য় শ্রেণির কোরবানি:(কম্পিটিশন)
ও দালানের মালিক কিনিছে
লাখের অধিক দামে।
না কিনা হবে না এবার
লাখের নিচে কমে।


৪র্থ শ্রেণির কোরবানি:(কৃপণতা)
সাধ্য অাছে অামার
বেশি খরচ করা কি লাভ।
গরিব দু:খিদের দিব অল্প
না হয় হবে যে পাপ।


৫ম শ্রেণির কোরবানি:(দেখার দেখা)
সবাই করে তাই আমিও করি
ছেলে-মেয়ে গো না খায় থাইকব
তা হয় নাকি।
যায় নিয়ে অাসি ছোট থেকে
এক্কান রকি।

৬ষ্ঠ শ্রেণির কোরবানি:(তাকওয়া)
অাল্লাহ্ এক কোরবানি এক
দিলাম তাঁহার নামে।
সাধ্যমতে অামার যা পেরেছি
তাঁহার হুকুমে।