আমারে তুমি পাবে ঘ্রাণেরো তারে
গহীনে টলমল সিক্তে।
বায়ুরো শিনশিন পাতারে ঝনে
দূরো বীণার কির্তে।
যেথায় মরু লতা জীর্ণ হয়ে
ডাকে নতুনো দীপ্তে।
অামারে তুমি পাবে পথেরো ধারে
ঝুপ-অাড়লের গুপ্তে।
নয়ন ভরা যৌবনো পিয়ালে
জাগিবো অামি কাল-বৈশাখিতে।
চোখে তোমার অন্ধ চোশমা
আজ খুলে দিবো রজনীতে।
আমারে তুমি পাবে মৃত্যু কুপে
এসেছি আজ জয় গাহিতে।
ভয় নাশা ভূলে গিয়ে
ধমাধম জেগে ওঠ-মহিমাতে।
বিশ্ব-জাহান ধেয়ে আনবো
এক হাতের মুষ্টিতে।