সাধনা করব।
ধ্যানে বসব।
ভাবছেন! কিসের সাধনা
এই হতচ্ছাড়া বয়সে?.!
ভাবছেন! তাবিজ-কবজ-শু মন্ত্র।
পিপ্পলী বনের ঝাড়ে
শত বছরের পুরানো বটতরুর
ভূতুড়ে অতিকায় শাঁখারি-গুল্মলতার
ছায়ায় অাস্তানা গেড়েছি।
নিশ্চয় ভাবছেন!
পঞ্চনদের পাড়ে
সাদা শালু গায়ে
নিথর দেহে ধ্যানে বসেছি।
নি:সন্দেহে ভাবছেন!
পাপের প্রায়শ্চিত্ত করার জন্য
পাহাড় বেয়ে পাহাড়ের চূড়ায়
আত্বা-পরিশুদ্ধতা করছি।
হয়ত ভাবছেন!
অামার মাথায় ডিস্ট্রাব-গিলু লু মারছে।
ভাবছেন!
নয়া বিলাস-উচ্চ সাধনা বিসিএস।
ভাবছেন,,,,,,,,,
ভাবছেন,,,,,,,,,,
ভাবতে আছেন আরো কত কি!
যাইহোক,
সাধনা করব।
ধ্যানে বসব।
সাহিত্য সাধনা।
সাহিত্য ধ্যান।
বাংলা সাহিত্য সাধনা।
বাংলা সাহিত্য ধ্যান।
        এই বার বুঝলেন তো।