লেখা থাকুক বা নাই থাকুক
খোদাই কৃত শোক-তোমাদের প্রতি।
রক্তাক্ত হাত নক নাক টুলি
অক্ষয় হয়ে আছে অাজো-তোমাদের মূর্তি।
দিন গেছে সূর্য ডুবেছে লালিমা হেনেছে
মনমাঝির নৌকা খুটে খুটে পুড়েছে-শুধু তোমাদের শোকে।
ফুঁটেনি সেদিন থেকে যবের গোপ
হাসেনি সেদিন থেকে বুনোলতা
থেমে থেমে কেমন হয়ে অাছে নিশ্চুপ-তোমরা চলে যাওয়ার পর থেকে।
সেদিন থেকে তোরাব স্কুল-মাঠের
সবুজ নীলাভ ঘাসে শিশিরকণা চকচক করে নি।
ফেনী নদীর ধারে সাদা কাশফুল সেদিন থেকে
কেমন করে কালো হয়ে আছে-শুধু তোমাদের শোকে।
একজন কলঙ্ক ড্রাইভার কেড়ে নিল
এতগুলো তাজা তরতজা ভবিষ্যৎ!
এখনো লেগে আছে তোমাদের ছায়াশোক-
প্রতি প্রতি মূহুর্তে..........


সমাপ্ত
Historical tragedy of Feni এর স্মরণে -