তেপান্তরে তেপান্তরে যাবি নাকি বল
নায়ের ঘাটি নৌকার মাঝি
বয়ে যায় নদীর পানি ছলছল।
কূলে কূলে সুরের তালে
রাখালির মন চঞ্চল।


তেপান্তরে তেপান্তরে যাবি নাকি বল
কলাজ'লে থুর-থুকানি ফটকা ফুলে
হেসে উড়ে নির্ঘুম ঘুৃঘুর দল।
মংড়ু সাপের হুশ হুশিয়ারি
আড়িপেতে শুনে রাখে নখর পায়ে ধবল।


তেপান্তরে তেপান্তরে যাবি নাকি বল
রোদের শেষে ক্লান্ত দেহে
মাতাল বেশে চল।
দুল দুলিয়ে পরবি সেথায়
সব হারিয়ে বিকল।


তেপান্তরে তেপান্তরে যাবি নাকি বল
বোঁক ধানে গজালি গাছে
ডালে ডালে মজেছে তিতা ফল।
বাড্ডা পাতায় পাতায় শুকে রয়ে
অাডালি পোকার সবুজ মল।


তেপান্তরে তেপান্তরে যাবি নাকি বল
ধুলোবালি মাখা চিরকুটি আগাছায়
হাম্বা ডাকে চরে তৃণ পাল।
এসব দেখে হারাবি সেথায়
চোখেমুখে শিহরণ লাগে শীতল।


তেপান্তরে তেপান্তরে যাবি নাকি বল
মাটির গন্ধে ভগ্ন পাহাড়ে
ছিড়িয়ে আছে পথে পথে পুঁথিজাম ফল।
রোদে গরমে শরতে বরষাতে
সবুজ সবুজে মাখিয়ে থাকে সবখানে নি:শ্চল।