কষ্ট শুধু কষ্ট আমার অন্তরে
সব নষ্ট শুধু নষ্ট বেদনা।
বন্ধুত্বের ভাড়ার টানে-
বন্ধুর একগেয়েমির খপ্পরে।
বুঝে না কেন এ আমার মন সে-
কষ্ট শুধু কষ্ট আমার অন্তরে।
যার পাশে থাকি যার পাশে ঘুমায়-
যার সাথে গল্পে মেতে সারাদিন শহীদ মিনারে
নয় কখনো কলাভবনের ফোম চেয়ারে-
মিটে হাওয়া হয়ে গেছে সে।
নষ্ট শুধু নষ্ট বেদনা।
বন্ধুর খেয়ালপনে-
আমার বন্ধুর অযথা কথনে-
আমি চাই তুমি আমার মত হও
আমার মত ডানা মেলে আকাশে উড়।
আমার মত অসংযমী হও।
তুমি আমার বন্ধু,কাছের বন্ধু
তাই হয়ত এমন ভাবি তোমায়-
কষ্ট শুধু কষ্ট বিষণ কষ্ট।
উত্তপ্ত বালির কণা কাঁনদে
আগুনের ফুল্কি জ্বলতে জ্বলতে নিবে গেছে।
কয়লা হয়ে যায় আমার অন্তর।
কুপনের ভিতরে বন্ধুত্ব পাতানোর চিঠি-
আমার চোখের জলে ভিজে মলিন হয়ে পড়েছে ।
কষ্ট শুধু কষ্ট তোমার চাল-চলনে-
নষ্ট শুধু নষ্ট বেদনা তোমার বন্ধুত্বের বিরহণে।
সমাপ্ত---- ---------------
--------------------------
(আমার বন্ধু জুরাইসের মনের কথা হয়ত আমি হুবহুব
আমার অশ্রাব্য লেখা কবিতায় তুলে ধরতে ব্যর্থ
হলাম।
তবু কবিতাটি জুরুকে উৎসর্গ করলাম।)