নদীতে ধাবমান অঝোর বৃষ্টি আনে;
মেঘেতে কান্নার সুর বাজে ঝনঝনে।
কতক মায়ার দেশে  ভিজাইয়াছে  পথ-ঘাট;
নবীন সবুজ ঘাস  কাদাজলে দেয় হাব-ডাক।
পুকুর-ফেনাফুল ঢেউয়ে ঢেউয়ে দূরে দুলে যায়;
ব্যাঙছানা বৃষ্টির সাথে  লাফুস লুফুস লাফায়।
কিছু কপোত-কপোতী উড়ে যায় ছাতা মাথায়;
জীবন-আনন্দ স্রোত বয়ে দিক বৃষ্টির প্রতি ফোঁটায়।