প্রভু! গাহে তোমার গুণাগান গুনাহগার
বান্দা
ডাকেনি সে তো কখনো তোমারি
নামটা।
রহমান রহিম গফুর স্বরে কাঁপায়
বুকটা
বিজয়ে সুখে কাটিয়েছে কতই
নেশা।


প্রভু! গাহে তোমার গুণাগান গুণাহগার
বান্দা
ডাকেনি সে তো কখনো তোমারি
নামটা।
দু'হাত তোলে তোমার নিকট মার্জে
তওবা
গুমড়ে গুমড়ে নয়নে ছলে-অঝোর
ধারা।


প্রভু! গাহে তোমার গুণাগান গুণাহগার
বান্দা
ডাকেনি সে তো কখনো তোমারি
নামটা।
মালিক খালিক বলে দেয় মধুর
ডাকটা
আসমান-জমিনে নেই কোন
ফারাক্কা।


প্রভু! গাহে তোমার গুণাগান গুণাহগার
বান্দা
ডাকেনি সে তো কখনো তোমারি
নামটা।
মরমে মরমে কাঁদে সে আজ ধামান
হারা
করো না প্রভু! তার সব গুনাহ
মূর্ছনা।