সন্ধ্যাতারা আমার হৃদয়াঙ্গণে এক পোষ্য রাণী
বিষন্ন-তিমির নামার পূর্বে সে উঠে এখানে-
ঠিক হৃদয় মাঝখানে
ঝিলঝিল হাস্যভরা নয়নভরা তাজা দেহে।
সব কথা তারে বলি
সব ককনি তারে বলি
হৃদয়-সালিস বৈঠকখানার বিচারক মেনে।
শান্ত পরশ মেখে দেয় তার অলক নৃত্য ছোঁয়ায়
বিধুর-বিষন্নতার ছক-মলিনতা মুছে দেয় সব
হাসি তার কাণ্ড পরশে-হাসি আমি অট্টহাসি।


সন্ধ্যাতারা আমার হৃদয়াঙ্গনে এক পোষ্য রাণী
যেয়ো নাকো ওগো নিবে আমায় ফেলে তোমার শান্তি-প্রদীপ দেশে
দূষিত অম্লজানে থাকতে চাই না আমি আর এই তীর ঘেঁষে।