দুর্ভিক্ষিনী,ক্রন্দসী অস্থিচর্মসার দেহখানা তার
নিথর সরব হয়ে পড়ে আছে বালিশ হেলানে।
কতরাত কত শত বছর অভুক্ত তিনি আহা!
চোখের ভিতরের চোখ জিমিয়ে পড়েছে
নুয়ে পড়েছে মেরুদণ্ড তার বিছানার উপর।
মরা ফুলগুলো যেমন একটু আশা নিয়ে
গাছে ঝুলে থাকে।
বাঁচতে তবু তো চাই সে
ক্যান্সার নামক পরজীবীকে হত্যা করে।
আমাদের দেশের চিকিৎসক
ক্যান্সার নিরাময়ক ঘাতক নন,
তবে ঘাতক বটে গরিবের পেটে লাত্তি মারতে।