একটা শূন্য আছে—
নীরব, নিস্পন্দ, নির্জনতার ছায়া টানে,
যেন সব কিছু শুরু হবার আগের মুহূর্তটা,
যেখানে শব্দ জন্ম নেয় না,
শুধু প্রতীক্ষা।
একটা সাগর—
আকাশের মতোই উদার, অথচ বিক্ষুব্ধ,
তুমি নাম দিলে "অস্তিত্ব",
আর সে ফিরিয়ে দিল নোনা জলের গল্প—
বারবার ভাঙে তবু ফিরে আসে,
যেন ভালোবাসার দুঃখ।
একটা পাহাড়ের বুকে—
নির্জনতার গুহায় ঘুমিয়ে থাকে
একটা পাথর।
চুপচাপ।
তবু, ইতিহাসের সাক্ষী হয়ে,
সহ্য করে কালের সমস্ত চাপ।
পাহাড় জানে, সাগর বোঝে,
শূন্য শুধু দেখে—
নেই কোনো প্রতিক্রিয়া,
শুধু এক রকম নীরব সম্মতি।
এভাবেই চলতে থাকে জীবন—
শূন্যের মাঝে সাগর,
সাগরের ডাকে পাহাড়,
পাহাড়ের বুকে এক পাথর,
আর তারও গভীরে—
আমরা।