যতটা আকাশ বোঝে উড়ন্ত পাখিকে,
যতটা নদী বোঝে সাগরের ডাকে—
ততটাই আমি অনুভব করি,
অদৃশ্য সেই বন্ধনকে।
যে চোখের দেখা চায় না,
কোনো শব্দের অপেক্ষা করে না,
তবু মনের ভেতর কোথাও নীরবে জড়িয়ে থাকে।
সে এক ধরনের অস্তিত্ব,
যার ব্যাখ্যা শব্দ জানে না,
যার ঠিকানা সময় দিতে পারে না।
শুধু হৃদয়ের এক কোণে
অথবা প্রতিটা নিঃশ্বাসের ভারে
সে থেকে যায়…
অদৃশ্য… অথচ সবচেয়ে সত্যি।