আজন্মের বাসনা
ইব্রাহীম রাসেল


দীর্ঘ দশটি বছর হেঁটেছিলাম
পাশাপাশি, কাছাকাছি, বাহুর সাথে বাহু মিশে
একই ক্লাসরুমে, একই বেঞ্চে, একই অনুষ্ঠানে
একই পথের ধুলোয়, একই ঘাসের বুকে


এই দশ বছর একই শহরে তুমি-আমি
রিক্সায় হুট তুলে ভেজা বরষায়,
কফি হাউজের নীল আলোর নীচে
সকাল-সন্ধ্যা রেস্টুরেন্টের নাস্তার টেবিলে
কলেজ রোডের অপুর দা’র চায়ের দোকানে


কখনো কীর্তনখোলার তীরে
দপদপিয়া ফেরিঘাট ঘেঁষা সফেদ কাঁশবনে
মাইলের পর মাইল পিচঢালা পথে
প্রথম এই শহরে আসা অটো রিক্সায়
হালিম ভাইয়ের ফাস্টফুডের দোকানে


দীর্ঘ এই দশ বছরে
একবার তুমি বলেছিলে পাশাপাশি রিক্সায়-
‘'খুব ইচ্ছে হয় নাকি একটিবার
আমার হাত ছুঁয়ে দেখতে!’
তোমার সেই একটিবারের ইচ্ছে
আমার ছিল সার্থক জন্ম, আজন্মের বাসনা।