কিছু অসময় কেটেছে ভিন্ন বাতাসে
কিছু সময় তুলে রেখেছিলে একান্তই নিজের করে
তারপর খোলা জানালায় হেলান দিয়ে
যখন পৃথিবীটা দেখলে-অসীম আকাশ যখন
তোমায় বিশালতার আহ্বানে হাত নাড়ালো,
নিজস্ব কলি থেকে গোলাপী পাপড়ি সমেত
বেরিয়ে এলে এক মানবী পুষ্প।


খোলস খুলে মুক্ত হওয়া এক নব্য
জোনাকী তুমি নীলিমা, পাথর ঠেলে
ফ্যাঁকাসে ঘাসগুলোর মতো নতুন উদ্যামে।
তোমার চোখে-মুখে খেলে আজ লাবণ্য,
স্তনের চূড়ায় চড়ুঁইয়ের চঞ্চলতা
সিগ্নতার মায়া জালে প্রকৃতিই আজ
সেজেছে তোমার প্রেমিক।
ভেজা চুল থেকে ঝরা ফোঁটা ফোঁটা
জল তোমার সতেজ করেছে বিরান ভূমি।