(১)
চলছি ঢাকার পথে,
পথ তো নয় গাড়ির শো-রুম
জানি না কী আছে বরাতে।


(২)
আজব শহর ঢাকা,
রাস্তা-ঘাট চাকায় ভরা
একটুও নয় ফাঁকা।


(৩)
তিন সদস্যের পরিবার
চার-পাঁচটি গাড়ি আছে
আরো নাকি দরকার!


(৪)
ন'টায় অফিস ছ'টায় বেরুই
মাঝ পথে কখনো কখনো
গাড়ি ছেড়ে দৌড়োই।