চেনা পথ ধরে হেঁটেছি তোমার বাড়ি পৌঁছাবো বলে
কখনো কখনো চেনা পথও যে এমন অচেনা লাগে
বুঝিনি এর আগে কোনোদিন।


এমন অতিথি আমি যে তোমার বাড়ি অবধি যেখানে
পথের সমাপ্তি, তারপর আর অনুমতি মেলেনি
পথের সমাপ্তিতেই দাঁড়িয়ে আছি।


পথও কখনো কখনো যে এমন আপন হয় তোমার
পথে না হাঁটলে বুঝি জানা হতো না চির সত্যটুকু
পথ আমায় হেলা করেনি এতোটুকু।


পথের কাজ পথ করেছে, তোমার বাড়ি অবধি
পৌঁছে দিয়েছে, তুমি তো দরজা খোলোনি
এখনও সেই পথের বুকেই আছি।