চেনা মানুষের অচেনা আচরণ
ক্ষণে থমকে দেয় ভাঙ্গে মন।


অতঃপর অচেনা আকাশে ওড়ে ঘুড়ি
দাগ থেকে যায় তবু বাজাই তুড়ি।


জীবন সংগীতে এমন হাজারো সুর
অতি কাছে থেকেও যেন বহুদূর
এক পাতায় অম্ল অন্যটি মধুর।