অগ্রহায়ণের রাতে এই হিম হেমন্তে
ঘাসে ভেজাই পা ধরি জ‌্যোৎস্না অন্তে।


বরফ বাতাস আসুক যতই ধেয়ে
আজ তোমার শিশিরে উঠব নেয়ে।


কেন কাঁপছ এমন শীত কুমারী?
হয় যদি হোকনা কিছু বাড়াবাড়ি
পৃথিবী জানুক আজ আমি তোমারি।


২৭.১১.২০১৪