(১)
অহেতুক হেতু খোঁজাই তার কাজ
ভালো ছিল, ইচ্ছে করেই খারাপ থাকবে আজ


বারান্দায় শুধু কাক নয়, চড়ুঁই, শালিকও আসে
সে শুধু কাক-কেই ভালোবাসে


আকাশ দেখে অনেকেই অসীম হয়
সে শুধু মেঘের ছবি তোলে-বিষন্নময়


(২)
শহুরে মানুষদের সময় কই?
যদি কাজ না থাকে চলো একদিন প্রজাপতি হই।
একদিন চেনা পথে অচেনা হই
একদিন পতঙ্গের ভাষায় কথা কই।