পৃথিবীর ইতিহাসে নেই কোন জাতি,
জীবন দিল যারা রক্তে মালা গাঁথি।
শুধু বাংলা ভাষার জন্য,
শুধু মার্তৃভাষার জন্য।


যায় গড়িয়ে যায় দুপুর বেলার অক্ত,
অমনিতে চিটকে আসে সালাম,রফিক,বরকত,জব্বারে রক্ত।
রক্ত তাদের যায়নি বৃথা,
বাংলায় আমরা বলি কথা।


তাই আজ দিধাহীন চিত্তে বলতে পারি,
হে ২১ ফেব্রুয়ারী,
তোমাকে ভুলিতে নাহি পারি।