শীত কালের ঐ পূব আকাশে
আবীর রবি হাসে।
ছেলে মেয়ে বায়না ধরে,
পিঠা খাবার আশে।।


শীতকালে হয় ভাপা পিঠা
আরো হয় পুলি।
হরেক রকম স্বাধ যে খেতে
সেই সে পিঠাগুলি।।


শীতকালে যে খেজুরের জুস
আসে গাছ বেয়ে।
প্রভাত বেলায় গাছিরা তাই,
আনছে হাঁড়ি দিয়ে।।


দাদু দীদার গল্প শুনি
বারান্দাতে বসে।
আমাদেরই ইপ্তি প্রিয়া
গল্প শুনে হাসে।।


শীত এসেছে পা ফেটেছে
গরম গেছে ছুটে।
সাহেবরা ঐ গা মুড়েছে,
অনেক দামী কোটে।।


শীত এলে ভাই বিপদ যে হয়
অভাবীদের হায়।
শীতের কাঁপড় দিবেই বা কে
তাদের তো কেউ নাই।।।


শ্রীপুর,নেত্রকোণা।
০৬.১২.২০১১।