পরভৃতের মোহনী ডাকে
গর্জে উঠে সমুদ্রের ঊর্মি মালা,
কাঁদো কাঁদো গলায়,
গুড়ুম গুড়ুম করে হাঁকে অন্তরীক্ষ।


ষোড়শি নিভৃতে করতে চায় মধুর আলাপন,
মন পাঁজরে মিশে। ষোলকলা পূর্ণা।
অনিন্দিতা অনন্যা,
রূপ লাবণ্যে যেন অর্ধচন্দ্রের শুক্লা তিথী।


অধরে নামে গোধুলীর আবির।
চোখের তারায় বাদামি ঝিলিক,
কাকের কালোতে রাঙানো মেঘবরণ কুন্তলিনীর ছোঁয়া।  আমি যে মরেছি তাতে
যতবার যায় মারা।