একাদা এক রাজরকুমারী নাম ছিল কমলা,
তার হাতে ছিল দুইটি সোনার বালা।


সেই মেয়েটি ছিল খুব রূপবতী,
দেশের মানুষ বলত তাকে ভাগ্যবতী।


তার মত সুন্দরী ছিলনা দেশে কেউ,
রূপ-তরঙ্গের নদীতে উঠত মধুর ঢেউ।


মেয়েটি একদিন স্নান করতে যায় নদীতে,
হঠাৎ দেখল রাস্থাতে এক বুড়ি কাঁদিতে।


কুমারী বলে, কাঁদেন কেন ওগো বুড়ি মা?
রোগ সারাবার তরে আমি টাকা পাইনা।


অমনিতেই মেয়েটির মন নরম হয়ে গেল,
মেয়েটি তার হাতের বালা বুড়িকে খুলে দিল।



অনেক ছোট বেলার লেখা, তখন এমনি ভাবতাম, যা বর্তমানে সম্ভব নয়।