ধ্বনির পর ধ্বনি বসিয়ে এঁকেছি কত বর্ণ,
বর্ণের পর বর্ণ দিয়ে শব্দ লিখি কর্ণ।


শব্দের পর শব্দ নিয়ে বানাই ব্যস বাক্য,
বাক্যের পর বাক্য দিয়ে রচি কপোতাক্ষ।


কাব্য রসে করি বসে বাক্য নিয়ে খেলা,
ছড়ার দেশে যাইযে ভেসে ছড়ে কবিতার ভেলা। যথাঃ-


"ছিলাম আমি,
বিপথ গামী,
আনলে ফিরে পথে।


চাইযে আমি
অন্তর্জামি
জান্নাতি হতে।"


ছন্দের পর ছন্দ এঁকে রচি বসে শ্লোক,
তবু আমায় দেয়রে তাড়ায়(প্রকাশক) হায়রে দেশের লোক।
শ্লোকের পর শ্লোকদিয়ে রচি মহাকাব্য,
তবুও আমি রইলাম পরে সর্বজন অশ্রাব্য।


ছন্দ দিয়ে খেলা করতে লাগে বড় বেশ,
ছন্দ দিয়ে পেলাম আমি হৃদয়ে বঙ্গদেশ।