স্বাধীনতার চতুর্থদশক পরে,
আবার এসেছে আমাদের মাঝে ফিরে,
পরাধীনতার শৃঙ্খল।


শহীদের রুধি ঝড়ে,
এখনো স্মৃতি সৌদের পাড়ে,
আজাদীর জন্য মম প্রাণ চঞ্চল।।


পেয়েছিনু মুক্তির গান,
রেখেছিনু মম মাতৃমান,
করেছিনু তব ভুমি স্বাধীন।


এখনো মুখে মুক্তির গান,
তবে নেই যেন মায়ের মান,
আছে শুধু দূর্নীতির দূর্দিন।।


চতুর্দিকে হাহাকার,
খুন ডাকাতি বলৎকার,
বিরাজমান সারা দেশে।


এজন্যই কি আঘাত হেনেছিনু হানাদার?
করেছিনু মোরা তাদের দেশ ছাড়,
জীবন বাজি রেখে সৈনিকের বেশে।।