ইমাম তুমি জানো কি, কী দায়িত্ব তোমার?
অন্যায় অনাচারে ভরেগেছে দেশ,
জুলুমবাজি -ব্যবিচারে চলছে সরব বেশ,
দিনে দিনে বাড়ছে পাপ, কে করবে উদ্ধার?
ইমাম তুমি জানো কি, কী দায়িত্ব তোমার?


সুদের ওয়াজ কর কি তুমি, নাকি ভয় চাকরি হারাবার?
ঘোষের জোরে চলছে দেশ, নেই কোথাও সদাচার।
পর্দার ওয়াজে ভয় কিসের, সভাপতির মেয়ের দেখ কি কারবার!
দেদারসে বলো সত্য, রিজিক দেবে ঐ পরোয়ারদেগার।
ইমাম তুমি জানো কি, কী দায়িত্ব তোমার?


কি মহান পেশায় নিয়োজিত তুমি, ভেবেছ কি একবার?
এ পেশায় ছিলেন মোদের দোজাহানের সরদার,
আবু বকর উসমান উমর আলী হায়দার,
করেছেন এই কাজ, ভয় শুধু থাকবে আল্লাহর,
ও ইমাম, তুমি জানো কি, কত দায়িত্ব তোমার?


বুঝাও তোমার মুসল্লিদের, দূর কর কুসংস্কার,
সৃষ্টি যার, হুকুম চলবে তার,
আজ আর নেই সংসয়, নেই দ্বিধা আর,
সামনে চলো, বলো আল্লাহু আকবার!
শক্তি সাহস দাও যুগিয়ে ধৈর্য্য ধরার দিও ইমান আমার।