এসেছে আবার ফিরে,
বোশেখের বিদায়ান্তরে,
কৃষকের প্রিয় জৈষ্ঠ।


এই মাসকে সামনে রেখে,
জীবন টাকে বাজি রেখে,
কতই না করেছে কষ্ট।


এই মাসকে পুঁজি করে,
গৃহিনীরা ঘরে ঘরে,
ধরে কত বায়না।


এবারের জৈষ্ট মাসে,
ধান কাটার পাশে পাশে,
কিনে দিবা শাড়ী-গয়না।


নতুন ধানের নতুন গন্ধ,
কৃষকের মনে কিযে আনন্দ,
পাইনা খোঁজে কিনারা।


এখনি নামিবে বৃষ্টি,
তুলে আনো বিছানো জৈষ্ঠি(ধান),
শষ্যের শিল্পিরা আনন্দে আত্নহারা।


বোশেখ এসেছিল ঝর নিয়ে,
জৈষ্ঠ গেল পাকা আম দিয়ে,
সাথে দিয়ে নতুন ধান।


(সংক্ষেপিত)