সন্ধা প্রদীপ জ্বেলে
জীবনের প্রতিক্ষণে
তোমায় খোঁজে ফিরি।


মানবেতর জীবন নিয়ে
ক্রমশই ছুটে চলেছি
মানবতার জয়গানে।


তোমার জীবনের সাথে
খাপ-ছাড়া ভুতুড়ে বৈসাদৃশ্যগুলো
মুছে দিতে প্রায়শই তৎপর আমি।


কত ধানের ক্ষেত,
সরু আইল পার করেছি,
কত পর্বত চূড়ায় ধ্যান করতে গিয়েছি,
কেবল তোমার দেখা পাবো বলে।


কত যোগফল গুন করেছি
লক্ষ যোজন মাইল পান্থ শেষ করেছি
শুধু তোমায় ছোঁব বলে


কত ছলা-কলা করেছি
কত সত্য মিথ্যে বলেছি
তোমার হাসি দেখব বলে।


কত অন্যায়কে ন্যায় জ্ঞান করেছি
শুধু তোমায় এ জীবনে সেটে দেবো বলে।


চারিখাল, দুর্গাপুর, নেত্রকোনা।