ধান কাঁটার ধুম পরেছে,
কৃষানির চোখের ঘুম কেঁড়েছে।


ধান সিদ্ধ করে গভীর রাতে,
ঘুমুতে যায় আবীর প্রাতে।


ধান শুকানোর বান ছুটেছে,
চাষী হোকোঁয় টান ধরেছে।


রাত্রে শীত কনকনিয়ে,
ঢেঁকি যাচ্ছে ধান বানিয়ে।


এবার হবে ভাত রান্না,
মুছে যাবে শিশুর কান্না।


নতুন ধানের নতুন পিঠা,
খোরমা পায়েশ খেজুর মিঠা।


আরো আছে চিতই পুলি,
বন্ধ যে আজ পাখির বুলি।