এসেছে সেই অগ্রহায়ণ মাস,
যার প্রত্যাশায় কৃষকেরা করে জমি চাষ।
নতুন ধানের নতুন গন্ধ,
কৃষকেরা দেখে হয় আনন্দ।


কৃষকের মন ভরে উঠে, সাথে ভরে গোলা,
তাই দেখে অগ্রহায়ণ দিয়ে যায় দোলা।
নতুন ধানের আনন্দে হয়ে মাতোয়ারা,
কৃষকেরা গায় গান মনে হয়ে ভরা।


বিদ্রঃ সেই ছোটবেলার লেখা গুলো যেনো হারিয়ে না যায় তাই সংগ্রহে রাখছি।  কারো ভাল লাগতেই পারে আবার কারো লাগবেনা।